Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

পাবনায় জনতা পুলিশের সম্মিলত প্রচেষ্টায় ৮জন অপহরনকারী আটক

 

পাবনায় জোরপূর্বক এক স্কুল ছাত্রীকে অপহরনকালে অপহরনকারীদের আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা।  ঘটনাসূত্রে  জানাযায় গত ২৬/০৪/২০১৮ তারিখ রাতে সুজানগর থানার বোনকোলা, মানিকহাট  এলাকায়  ১৩ বছর বয়সের একজন স্কুল পড়ুয়া মেয়েকে জোর পুর্বক তুলে নিয়ে যাওয়ার সময় জনতা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় ৮ জন অপহরণকারী আটক হয়েছে।

মুল আসমী মনিরুল ইসলাম (১৮) পিতা আব্দুর রব মন্ডল, দুবলিয়া, আতাইকুলা তার ১৪/১৫ জন সহযোগী সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক মেয়েটিকে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী পরিবারের লোকজন স্থানীয় জনগণের সহায়তায় মাইক্রোবাসটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস সহ ৮ জন আসামীদের আটক করে। তাদের তল্লাসিকালে ১টি এয়ারগান, ২টি চাপাতি ও ১টি বড়দা উদ্ধার করা হয়।

 

মাদক ব্যবসায়ীসহ মাদক উদ্ধার

         গত ২৫/০৪/১৮ খ্রি: তারিখ ডিবি পুলিশ, পাবনা আটঘরিয়া থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর নিজ বসতবাড়ি হতে ০২ কেজি গাজা উদ্ধারসহ ০২ জন আসামীকে গ্রেফতার করে।

           পাকশী পুলিশ ফাঁড়ী মাদকের বিরুদ্ধে সর্বদা সবোর্চ্চ শোচ্চার এবং তারই প্রমাণ স্বরূপ পূর্বের ন্যায় গত ২০/০৪/১৮ খ্রিঃ তারিখ ঈশ্বরদী থানাধীন চরসাহাপুর নতুনহাটস্থ ছাগলহাটি এলাকা হতে ০২(দুই) জন মাদক ব্যবসায়ীর নিকট হতে ৩০০(তিনশত) পিচ ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।পাবনা জেলা পুলিশ মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করে।