গত ১৪ নভেম্বর ২০২০ খ্রিঃ পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম মহোদয় জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত প্রতিবন্ধী কিশোরকে তার অভিভাবকদের নিকট হস্তান্তর করেন। বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশাের কাবির আলী (১৪), পিতা মোঃ দুরুল হুদা, মাতা- মােছাঃ রোজলী বেগম, সাং- মরদানা, ওয়ার্ড নং-৯, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, মােবাইল নম্বর ০১৭৮০৯৮৮২১৫, অনুমানিক একমাস পূর্বে তার নিজ বাড়ী হতে নিখোঁজ হয়। গত ৭/৮ দিন পূর্বে পাবনা সদর থানা পুলিশ শিশুটিকে পাবনা থানাধীন শালগাড়ীয়া এলাকা হতে উদ্ধারপূর্বক হেফাজতে নেয়। শিশুটি বাক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পাবনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব নাছিম আহম্মেদ বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার, পাবনা মহােদয়কে অবগত করেন এবং তার নির্দেশে কিশাের কাবির আলী (১৪) এর পরিচয় প্রাপ্তির জন্য বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যম ও অনলাইন পত্র-পত্রিকা মাধ্যমে পিতা-মাতার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রদান করেন। সামাজিক যােগাযােগের মাধ্যমে শিশুটির পিতা-মাতা প্রতি কিশােরটির অবস্থান জানতে পেরে অদ্য ১৪-১১-২০২০ খ্রিঃ পাবনা সদর থানায় হাজির হয়। থানা পুলিশের হেফাজতে থাকা কিশােরটির পরিচয় নিশ্চিত হওয়ার পর সম্মানিত পুলিশ সুপার, পাবনা মহােদয় এর উপস্থিতিতে বাক ও শারীরিক প্রতিবন্ধী কাবির আলী (১৪)কে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়। এসময় পুলিশ সুপার মহোদয় এর পক্ষ থেকে ১০,০০০ টাকা এবং পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাবনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS