গত ০৩ জুলাই পাবনা পুলিশ লাইন্স মাঠে বিপুল সংখ্যক প্রার্থী হিসেবে দাড়ায়। প্রাথমিক বাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মেধা তালিকায় ১৫১ জনকে চুড়ান্তভাবে মনোনিত করা হয়। এর মধ্যে ১২৪ জন পুরুষ ও ২৭ জন মেয়ে মনোনিত হয় । নিয়োগ বোর্ডের সদস্য পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম পিপিএম জানান- “মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের এই উদ্যোগ ১০৩ টাকায় চাকুরী। আমরা পাবনায় তার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কোনো প্রকার ঘুস ছাড়া ১৫১ জনকে চুড়ান্তভাবে মনোনিত করতে পেরেছি”। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবহিকতা আরো ত্বরান্বিত হবে বলে তিনি মনে করেন।
পরবর্তীতে ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষে পাবনা জেলার নির্বাচিত ১৫১ প্রার্থী পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে সাক্ষাত করেন । সম্মিলিত ভাবে উপস্থিতি সবার মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS